আ.লীগ প্রার্থী নিজেই বিএনপি কর্মীদের থ্রেট দিচ্ছেন: জাহাঙ্গীর
৩০ অক্টোবর ২০২০ ১৪:৫৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ১৬:৪৪
ঢাকা: ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নিজেই বিএনপি কর্মীদের থ্রেট দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
শুক্রবার (৩০ অক্টোবর) অষ্টম দিনের প্রচারণায় নেমে এ অভিযোগ করেন তিনি। এদিন খিলক্ষেতের বড়ুয়া বাগানবাড়ি থেকে গণসংযোগ শুরু করেন এস এম জাহাঙ্গীর হোসেন। সকাল ১১টায় গণসংযোগ শুরু হলেও সকাল ৯টা থেকে নেতাকর্মীরা সেখানে জমায়েত হতে থাকেন।
এ সময় জাহাঙ্গীর হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, আব্দুল খালেক, ইশরাক হোসেন, মহানগর নেতা হযরত আলী, এস এম ফজলুল হকসহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক।
ভোটারদের উদ্দেশে এস এম জাহাঙ্গীর বলেন, ‘আওয়ামী লীগ যতই ভয়ভীতি দেখাক না কেন, নেতাকর্মীরা ভীত হবে না। আগামী ১২ নভেম্বর নেতাকর্মী সমর্থক ও এলাকার ভোটাররা ভোটকেন্দ্রে যাবে, তারা ফলাফল নিয়েই ঘরে ফিরবে।’
তিনি বলেন, ‘ঢাকা-১৮ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে। এই গণজোয়ারে ভীত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নেতাকর্মীদের ঘরে ঘরে যাচ্ছে, তাদের ঘরে না থাকার জন্য থ্রেট করছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করলেও রাতের বেলায় পোশাকধারী পুলিশ ও সাদা পোশাকে ডিবি পুলিশ বাসায় যাচ্ছে। গিয়ে পরিবারের নারী সদস্যদের তারা বলছেন, আপনার সন্তান, স্বামী যেন আগামী ১২ নভেম্বর পর্যন্ত বাসায় না থাকে। থাকলে তাদের সমস্যা হবে।’
‘অথচ আমাদের নেতাকর্মীদের নামে কোনো ওয়ারেন্ট নেই। আওয়ামী লীগ প্রার্থী নিজেও বিএনপি কর্মীদের থ্রেট করছে। আওয়ামী লীগ প্রার্থী এবং তার আশপাশের লোকদের কল রেকর্ড দেখলেই বোঝা যাবে তারা বিএনপি কর্মীদের কীভাবে থ্রেট করছে,’— বলেন এস এম জাহাঙ্গীর।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এটা হচ্ছে ৪৮ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের কাউন্সিলর আলী আকবর আলী আমাদের দলের। বিগত সবগুলো নির্বাচনে এখানে ধানের শীষের প্রার্থী জয়লাভ করেছে। এবারও সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থী জয়লাভ করবে।’
নির্বাচন কমিশন ও সরকারের ভূমিকা প্রসঙ্গে জাহাঙ্গীর বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে নানা পরিকল্পনা করে। সেজন্যই আমরা ভোটাদের দুয়ারে দুয়ারে যাচ্ছি। তাদের বলছি, আপনারা ভোটকেন্দ্রে আসেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ফলফল নিয়ে ঘরে ফেরেন। আমাদের নেতাকর্মীরা আপনাদের নিরাপত্তা দেবে। আমরাও দেখতে পাচ্ছি এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছে ভোট দেওয়ার জন্য।’
উপনির্বাচন এস এম জাহাঙ্গীর ঢাকা-১৮ নির্বাচনি প্রচারণা বিএনপি প্রার্থী