Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বেচ্ছামৃত্যু বৈধতা পাচ্ছে নিউজিল্যান্ডে, অবৈধই থাকছে গাঁজা


৩০ অক্টোবর ২০২০ ১৩:৩২ | আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ১৩:৫১

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা মানুষদের জন্য মৃত্যু বেছে নেওয়ার সুযোগ বৈধতা পেতে যাচ্ছে নিউজিল্যান্ডে। এ সংক্রান্ত গণভোটে প্রায় দুই-তৃতীয়াংশ মানুষই স্বেচ্ছামৃত্যু বেছে নেওয়ার পক্ষে রায় দিয়েছেন। তবে একইসঙ্গে বিনোদনের খাতিরে গাঁজার ব্যবহারের বৈধতা দিতে যে গণভোট হয়েছিল, সেখানে ফল আসছে নেতিবাচক।

বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, এর মাধ্যমে চলতি মাসের মধ্যেই নিউজিল্যান্ডে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার সুযোগকে বৈধতা দিতে আইন পাস হবে। এর মাধ্যমে স্বেচ্ছামৃত্যুকে বৈধতা দেওয়া সপ্তম দেশ হবে নিউজিল্যান্ড। তবে ভোটের ফল পরিবর্তনের সম্ভাবনা থাকলেও সম্ভবত দেশটিতে গাঁজার ব্যবহার বৈধতা পাচ্ছে না।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ অক্টোবর) নিউজিল্যান্ডের নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোটে ৬৫ দশমিক ২০ শতাংশ মানুষ স্বেচ্ছামৃত্যু বেছে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। এর বাইরেও পোস্টাল ব্যালটের প্রায় পাঁচ লাখ বিশেষ ভোট রয়েছে, যেগুলো এখনো গণনা করা হয়নি। তবে এসব ভোটের সবগুলোও যদি স্বেচ্ছামৃত্যুর বিপক্ষে পড়ে, তবুও এখনকার ফল উল্টে যাবে না।

অর্থাৎ নির্বাচন কমিশনের হিসাবই বলছে, স্বেচ্ছামৃত্যুর পক্ষের জনমতই গণভোটে কার্যত বিজয়ী হয়েছে। পোস্টাল ব্যালটের ভোট গণনা শেষে ৬ নভেম্বর এর আনুষ্ঠানিক ঘোষণা হবে মাত্র। আর এরপরই এ সংক্রান্ত আইন পাস হবে, যেটি কার্যকর হবে নভেম্বর থেকেই।

স্বেচ্ছামৃত্যুকে আইনগত বৈধতা দেওয়ার ক্ষেত্রে যে নতুন আইনটি পাস হবে, সেটিতে স্বেচ্ছামৃত্যু বেছে নেওয়ার জন্য বিশেষ পরিস্থিতির উল্লেখ থাকছে। ভীষণ সংকটাপন্ন যেসব রোগী ছয় মাসেরও কম সময় বেঁচে থাকতে পারেন বলে চিকিৎসক জানাবেন, তারাই কেবল স্বেচ্ছামৃত্যুর জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই এমন রোগীর বয়স হতে হবে ১৮ বছরের বেশি। দু’জন চিকিৎসক যদি তার এমন আবেদনকে পরিপালনযোগ্য বলে অনুমোদন দেন, তাহলেই তাকে স্বেচ্ছামৃত্যু বেছে নিতে দেওয়া হবে।

বিজ্ঞাপন

এর আগে স্বেচ্ছামৃত্যুকে আইনিভাবে বৈধতা দিয়েছে বেলজিয়াম, কানাডা, কলম্বিয়া, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড। এছাড়া সুইজারল্যান্ডেও চিৎিসকদের সহায়তায় আত্মহনন করার সুযোগ আছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় স্বেচ্ছামৃত্যু বেছে নেওয়া আইনসম্মত।

বৈধতা পাচ্ছে না গাঁজা সেবন

গণভোটে স্বেচ্ছামৃত্যুর পক্ষে রায় দিলেও বিনোদনের খাতিকে গাঁজার ব্যবহারের বিপক্ষে সম্ভবত রায় আসতে যাচ্ছে নিউজিল্যান্ডে। নির্বাচন কমিশন বলছে, এরই মধ্যে তারা যে ভোট গণনা করেছেন, তাতে ৫৩ দশমিক ১০ শতাংশ মানুষ গাঁজাকে বৈধতা দেওয়ার বিপক্ষে ভোট দিয়েছেন।

এদিকে, ওই যে প্রায় পাঁচ লাখ পোস্টাল ব্যালট রয়েছে, সেই ভোট অবশ্য এই ফলকে ঘুরিয়ে দিতে সক্ষম। অর্থাৎ পোস্টাল ব্যালটের সিংহভাগ যদি গাঁজার বৈধতার পক্ষে থাকে, তাহলে হয়তো গাঁজার ব্যবহার আইনি স্বীকৃতি পাবে। আর পোস্টাল ব্যালটেও স্বাভাবিক ভোটের প্রবণতা বজায় থাকলে গাঁজার ব্যবহার অবৈধই থাকবে দেশটিতে।

বিশ্বের সব দেশের মধ্যে কেবল কানাডা ও উরুগুয়েতে গাঁজার ব্যবহার আইনিভাবে স্বীকৃত।

গণভোট গাঁজা সেবন টপ নিউজ বৈধতা স্বেচ্ছামৃত্যু স্বেচ্ছামৃত্যুর বৈধতা