Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের সঙ্গে সখ্য: ১১ সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা


৩০ অক্টোবর ২০২০ ১৩:৩৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ১৬:২৯

গোপনে ইরানের সঙ্গে ব্যবসার অভিযোগে ১১ সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বেঞ্চ জানিয়েছে, ১১টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা সংস্থা ওই কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে পারবে না। এর মধ্য দিয়ে, ইরানের প্রতি আরও কঠোর অবস্থান গ্রহণ করল যুক্তরাষ্ট্র।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরান থেকে ইয়েমেনগামী একটি জাহাজকে আটক করেছে মার্কিন নৌবাহিনী। ওই জাহাজে করে বিপুল পরিমাণ মিসাইল পরিবহন করা হচ্ছিল। ইরান ইয়েমেনের কাছে ওই মিসাইলগুলো বিক্রি করছিল বলে অভিযোগ করেছে মার্কিন প্রশাসন। আটককরা মিসাইলগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

একই সঙ্গে, ইরান থেকে ভেনেজুয়েলাগামী জাহাজ থেকে বিপুল পরিমাণ পেট্রোলিয়াম উদ্ধার করা হয়েছে বলেও যুক্তরাষ্ট্র জানিয়েছে। উদ্ধার করা পেট্রোলিয়াম যুক্তরাষ্ট্র নিলামে বিক্রি করে দিয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি। শেষ মুহূর্তেও ইরান প্রসঙ্গে এতটুকু নমনীয়তা দেখাচ্ছে না ট্রাম্প প্রশাসন। বরং নির্বাচনের আগে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

বস্তুত, ক্ষমতায় আসার পর থেকেই ইরানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছিল ট্রাম্প প্রশাসন।
সে সময় যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল, ইরান তেল বিক্রি করে সেই টাকা জঙ্গি গোষ্ঠীগুলিকে দেয়। দেশের মানুষকে অর্থকষ্টে রেখে ইরানের সরকার জঙ্গিগোষ্ঠীগুলিকে মদত দেয়।

বিজ্ঞাপন

এই অভিযোগ সামনে রেখেই ইরানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এই কঠোর সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানানো হলেও, প্রেসিডেন্ট ট্রাম্প তাতে কর্ণপাত করেননি। বরং যত সময় গিয়েছে, ইরানের বিরুদ্ধে মনোভাব ততো কঠোর করেছেন তিনি।

অপরদিকে, শুক্রবার (৩০ অক্টোবর) প্রতিবেদন লেখা পর্যন্ত ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইয়েমেন ইরান টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর