Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চির অম্লান হয়ে থাকবেন জুনো: ফখরুল


৩০ অক্টোবর ২০২০ ১০:১৬ | আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ১২:০৭

ঢাকা: মহান স্বাধীনতা যুদ্ধের একজন বীর সেনানী হিসেবে হায়দার আনোয়ার খান জুনো বাঙালি জাতির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ মন্তব্য করেন তিনি। এর আগে, দুপুর দেড়টার দিকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ছাত্র নেতা হায়দার আনোয়ার খান জুনো।

বিজ্ঞাপন

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো  প্রগতিশীল  রাজনীতির দীক্ষা নিয়ে নিজেকে রাজনীতিতে সম্পৃক্ত করেছিলেন। ৬০ এর দশকে প্রবল ছাত্র আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করে সঠিক দিকনির্দেশনা ও পরিকল্পনার মাধ্যমে তিনি নেতৃত্বে চলে আসেন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জনের জন্য ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করে সবাইকে নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন হায়দার আনোয়ার খান জুনো। গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে নরসিংদীর শিবপুরে তীব্র যুদ্ধ গড়ে তুলেছিলেন তিনি।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশ ও জনগণের সেবার মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন হায়দার আনোয়ার খান জুনো। রাজনীতির পাশাপাশি তিনি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছিলেন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সামাজিক অবক্ষয় ও সাংস্কৃতিক আগ্রাসনের কবল থেকে যুব ও ছাত্র সমাজকে রক্ষা করতে তিনি আজীবন কাজ করে গেছেন।’

তিনি বলেন, ‘একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী হিসেবে দেশমাতৃকার মুক্তির জন্য হায়দার আনোয়ার খানের সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। তার এই কৃতিত্ব চিরঅম্লান হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

হায়দার আনোয়ার খান জুনোর মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মির্জা ফখরুল। পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৃত্যু শোক হায়দার আনোয়ার খান জুনো

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর