Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি সম্প্রসারণ অধিদফতরের নতুন মহাপরিচালক আসাদুল্লাহ


৩০ অক্টোবর ২০২০ ১০:৫৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ১১:৫৪

ঢাকা: কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিবিদ মো. আসাদুল্লাহ। তিনি সরেজমিন উইংয়ে নিযুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কৃষি মন্ত্রণালয় থেকে মো. আসাদুল্লাহ’র নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। তিনি মহাপরিচালক হিসেবে কৃষিবিদ ড. মো. আবদুল মুঈদের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে, কৃষিবিদ আসাদুল্লাহ একই অধিদফতরের সরেজমিন উইংয়ের পরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি বিসিএস (কৃষি) ক্যাডারের সপ্তম ব্যাচের একজন কর্মকর্তা।

মো. আসাদুল্লাহ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সেংগুয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৩ সালে জন্ম নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে বিএসসি কৃষি (সম্মান) শিক্ষা সম্পন্ন করে ১৯৮৭ সালের ১ এপ্রিল বিষয়বস্তু কর্মকর্তা হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদফতরে প্রথম যোগ দেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

কৃষি সম্প্রসারণ অধিদফতর কৃষিবিদ মো. আসাদুল্লাহ মহাপরিচালক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর