বছিলায় যমুনা ব্যাংকের ৩০০তম এটিএম মেশিনের উদ্বোধন
২৯ অক্টোবর ২০২০ ২০:৩৭ | আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ০৯:৩৩
একে একে তিনশটি এটিএম বুথ স্থাপন করলো যমুনা ব্যাংক লিমিটেড। ঢাকার মোহাম্মদপুরের বছিলা এলাকায় সাত রাস্তা মোড়ে ব্যাংকটির ৩০০তম এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।
যমুনা ব্যাংক থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথটি উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আশপাশের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ব্যক্তি ও গ্রাহকরা।