মাটি খোঁড়ার পর বেরিয়ে এলো এক পরিবারের ৩ জনের লাশ
৩০ অক্টোবর ২০২০ ০১:২২ | আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ১৩:৫৫
ঢাকা: কিশোরগঞ্জের জামসাইট গ্রাম থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হচ্ছেন আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভীন আক্তার (৪০) ও পুত্র লিয়ন (৮)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে নিহতদের বাড়ির কাছেই মাটি চাপা দেয়া অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করে পুলিশের পিআইবি শাখার একটি দল। নিহতরা গতকাল থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে পুলিশ চারজনকে আটক করেছে বলে জানিয়েছেন কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।
ওসি আরও জানান, এর আগে আজ সকালে আসাদ মিয়ার এক পুত্র মো. তোফাজ্জল হোসেন তাদের পিতা-মাতা ও এক ভাইয়ের গতকাল থেকে নিখোঁজের কথা পুলিশকে জানায়। আজ সন্ধ্যায় ঘটনাস্থলে মাটি ফুড়ে একটি হাত বেড়িয়ে আসার সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর মাটি খোড়ার পর তিনটি লাশ পাওয়া যায়।
পরে রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. সোনাহর আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উদ্ধার কার্যক্রম শুরু হয়। হত্যাকাণ্ডের কারণ বা এর পেছনে জড়িতদের সম্পর্কে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।