Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরুষদের টাখনুর ওপরে পোশাক, নারীদের হিজাব পরার নির্দেশ


২৯ অক্টোবর ২০২০ ১৭:৫৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২০ ২২:২১

ঢাকা: জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত ইসলাম ধর্মাবলম্বী নারী-পুরুষ কর্মকর্তা-কর্মচারী সবাইকে পর্দা মেনে চলার নির্দেশনা দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম। এ ক্ষেত্রে পুরুষদের টাখনুর ওপরে ও নারীদের টাখনুর নিচ পর্যন্ত পোশাক পরতে বলেছেন তিনি। নারীদের হিজাবও পরতে হবে।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. আব্দুর রহিম এই বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পুরুষদের টাখনুর ওপরে ও নারীদের হিজাবসহ টাখনুর নিচে পোশাক পরা আবশ্যক। ইসলাম ধর্মাবলম্বী নারী-পুরুষ সবাইকে পর্দা মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই আদেশে।

এর বাইরে ইনস্টিটিউটে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস চলাকালীন মোবাইল ফোন সাইলেন্ট মোডে বা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাইলে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. আব্দুর রহিমের মোবাইল নম্বরে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানও ফোন রিসিভ করেননি।

জনস্বাস্থ্য ইনস্টিটিউট টাখনুর ওপর পোশাক পরিচালক পর্দা মেনে চলার নির্দেশ বিজ্ঞপ্তি হিজাব

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর