Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলাম নিয়ে কটুক্তি: নোবিপ্রবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার


২৮ অক্টোবর ২০২০ ২১:৩৪

নোয়াখালী: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তি করার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রতীক মজুমদার এবং একই শিক্ষাবর্ষের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী পাল দীপ্ত।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহকারি পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক আদেশে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তি যা ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সরকারের আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে সাময়িক বহিষ্কার এবং হলের সিট বাতিল করা হয়েছে।

নোবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর