Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাছিমের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিল


২৮ অক্টোবর ২০২০ ২১:১৮

নারায়ণগ‌ঞ্জ: বাংলা‌দেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলা‌দেশ স্বেচ্ছা‌সেবক লী‌গের প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি কৃ‌ষি‌বিদ আ ফ ম বাহাউ‌দ্দিন না‌ছিমের মা কাজী নুরজাহান বেগ‌মের মৃত্যু‌তে নারায়ণগ‌ঞ্জে স্মরণ সভা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপু‌রে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যাল‌য়ে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের উ‌দ্যো‌গে স্মরণ সভা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলা ‌স্বেচ্ছা‌সেবক লী‌গের আহবায়ক নিজাম উ‌দ্দিন আহ‌মেদের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা ‌স্বেচ্ছা‌সেবক লী‌গের যুগ্ম আহবায়ক গোলাম কিব‌রিয়া খোক‌নের সঞ্চালনায় অনু‌ষ্ঠিত সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ আওয়ামী স্বেচ্ছা‌সেবক লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল্লাহ আল সা‌য়েম।

এ সময় আরো উপস্থিত ছি‌লেন জাতীয় শ্র‌মিক লী‌গের ট্রেড ইউ‌নিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক ফি‌রোজ হোসাইন, বাংলা‌দেশ আওয়ামী স্বেচ্ছা‌সেবক লী‌গের জনশ‌ক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এড. ইকবাল হো‌সেন, বাংলা‌দেশ আওয়ামী স্বেচ্ছা‌সেবক লী‌গের সদস্য ত‌রিকুল ইসলাম রানা, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম ভূঁইয়া, এড. নিজাম মাহমুদ, আক্তার হো‌সেন, মাহবুবু‌র রহমান, বিপ্লবসহ উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর