Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর ২৯ নভেম্বর, ব্যয় ১৬ হাজার কোটি


২৮ অক্টোবর ২০২০ ২০:১০

টাঙ্গাইল: রেলমন্ত্রী মো.নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামি ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এতে ব্যয় হবে ১৬ হাজার কোটি টাকা। ২০২৫ সালের মধ্যে এ সেতু নির্মাণের কাজ শেষ হবে বলে জানান মন্ত্রী।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় রেল সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো.শামছুজ্জামান, পিডি কামরুল আহসাহ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রেলমন্ত্রী বলেন, ইতোমধ্যে সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৪৩১ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। সেতুর নির্মাণ কাজ শুরু করতে আর কোন জটিলতা নেই বলেও নিশ্চিত করেন তিনি।

মন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম দেশ জাপানের জাইকার সহযোগিতায় এ রেল সেতু নির্মিত হবে। এখন সেতু দিয়ে ২০ কিলোমিটার বেগে রেল চলাচল করছে। তবে, ডুয়েল গেজের নতুন সেতু নির্মাণ শেষ হলে স্বাভাবিক গতিতে যাত্রাবাহী ও পণ্য পরিবহন রেল চলাচল করতে পারবে। এ ছাড়াও ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমবঙ্গের যাতায়াত সহজ ও দ্রুত করতে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল রেল লাইনের আরেকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। যার কাজও ২০২৫ সালের মধ্যেই শেষ করা হবে।

বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর রেলমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর