Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোট ভাইকে মারধরের জবাবে ’১৭ বার ছুরিকাঘাতে’ খুন


২৮ অক্টোবর ২০২০ ১৯:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এলোপাতাড়ি ছুরিকাঘাতের মাধ্যমে এক যুবককে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের শরীরজুড়ে ১৭টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ছোট ভাইকে মারধরের প্রতিশোধ নিতে বড় ভাইয়ের হাতে ওই যুবক খুন হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নগরীর আকবর শাহ থানার বিজয়নগর পাহাড়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত মো. রনি ওরফে মাল্লুর (২৮) বাসা আকবর শাহ থানার জিয়ানগর পাহাড়ে। আর অভিযুক্ত শহীদুল ইসলামের (২৮) বাসা পার্শ্ববর্তী বিজয়নগর পাহাড়ে।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে শহীদুলের ছোট ভাই জিয়ানগর পাহাড়ে ঘুরতে যান। সেখানে একটি দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন রনি। তখন একবছর আগের একটি চুরির ঘটনা টেনে শহীদুলের ছোট ভাইকে মারধর করে রনি। নিজের এলাকায় ফিরে শহীদুলকে বিষয়টি জানায় তার ভাই।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, আজ (বুধবার) দুপুরে রনি বিজয়নগর পাহাড়ে যায়। তখন শহীদুল তাকে সামনে পায় এবং দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মারামরির মধ্যে শহীদুল তাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই রনি মারা যায়। সুরতহাল রিপোর্টে তাকে ১৭টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে উল্লেখ আছে। খবর পেয়ে আমরা গিয়ে শহীদুলকে গ্রেফতার করি।’

এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি জহির।

খুন ছরিকাঘাত ছোট ভাইকে মারধর হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর