Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারাবো পৌরসভায় ‘নিষ্কাশন ব্যবস্থাপনা পরিকল্পনা’য় সভা


২৮ অক্টোবর ২০২০ ১৯:১৩

নারায়ণগঞ্জ: নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জের তারাবো পৌরসভায় নিষ্কাশন ব্যবস্থাপনা পরিকল্পনায় এক সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার (২৮ অ‌ক্টোবর) দুপু‌রে উপ‌জেলার খাদুন এলাকায় তারা‌বো পৌরসভা কার্যাল‌য়ের অ‌ডি‌টো‌রিয়া‌মে এ সভার আয়োজন করা হয়।

এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।

মেয়র হাছিনা গাজী ব‌লেন, ‘দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় তারাবো পৌরসভার ড্রেনেজ মাস্টারপ্ল্যান প্রনয়ণ করা হয়। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে জলাবদ্ধতা থাকবেনা।’

অনুষ্ঠা‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন তারাবো পৌরসভার নির্বাহী প্র‌কৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার স‌চিব তাজুল ইসলাম, তারাবো পৌরসভার কাউ‌ন্সিলর আমির হো‌সেন, বিএম আতিকুর রহমান, ‌মোহাম্মদ আনোয়ার হো‌সেন, রা‌সেল সিকদার ও হাজী আশরাফুল ইসলামসহ অ‌নে‌কে।

তারাবো পৌরসভা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর