Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগমগঞ্জের ঘটনায় ইস্রাফিলকে ৪ দিনের রিমান্ড


২৮ অক্টোবর ২০২০ ১৭:১২

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের ঘটনায় ইস্রাফিল হোসেন ওরফে মিয়াকে (২২) ৪ দিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ নং আমলি আদালতের এক নম্বর এজলাসে নোয়াখালীর বেগমগঞ্জ একলাশপুরে নারী নির্যাতন মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি ইস্রাফিলকে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ পাটিায়ারী ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মাশফিকুল হক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে, ইস্রাফিল হোসেন ওরফে মিয়া ২১ অক্টোবর বিকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

নোয়াখালীর বেগমগঞ্জ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর