Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারামারি জন্য রিমান্ডে নেওয়ার নজির নেই: ইরফান সেলিমের আইনজীবী


২৮ অক্টোবর ২০২০ ১৫:০০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২০ ১৬:৩৪

ঢাকা: রাজধানীর কলাবাগান এলাকায় নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ রিমান্ডের আদেশ দেন।

মামলার শুনানি চলকালিন সময় আসামি পক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ আদালতকে বলেন, ‘মারামারির জন্য রিমান্ড নেওয়া কি দরকার। অভিযোগ প্রমাণিত হলে সাজা পাবে, নই তো খালাস পাবে। রিমান্ড চাওয়ার কিছু নেই। রিমান্ডে নেওয়া হলে হয়রানি ছাড়া কিছুই নেই। রিমান্ড নেওয়া হলে আসামির অবস্থা কি হবে? মারামারি জন্য রিমান্ডে যে যায় এ ধরনের কোনো নজির নেই।’

এ আইনজীবী আরও বলেন, ‘ভিকটিকে কে কে মেরেছে সুস্পষ্টভাবে উল্লেখ নেই। আমি আসামির জামিন চাচ্ছি না তবে রিমান্ড বাতিল চাচ্ছি। র‌্যাব আসামির বাসায় গিয়েছে সকাল-সন্ধ্যা অভিযান চালিয়েছেন। আমার কাছে যা ছিল আর যা ছিল না, সব মিলিয়ে আমার সাজা হয়েছে।’

আসামিদের নাম ঠিকানা নতুন করে যাচাই করার কিছু নেই। এছাড়া চারজন আসামির দুজন রিমান্ডে আছে। আসামিরা কে কি করেছে সেই কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটরই আব্দুল্লাহ আবু ও আজাদ রহমান মামলার এজাহারের কথা তুলে ধরে রিমান্ডের পক্ষে শুনানি করেন। বিচারক উভয়পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে এ মামলায় এরফান সেলিমকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আইনজীবী ইরফান সেলিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর