Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারণার মামলায় দেবাশীষ বিশ্বাস কারাগারে


২৮ অক্টোবর ২০২০ ১৩:৪৪ | আপডেট: ২৮ অক্টোবর ২০২০ ১৫:৫২

ঢাকা: প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর এই আদেশ দেন।

আদালত সুত্রে জানা যায়, ২০১৯ সালের ৩০ জুলাই বাণিজ্যিক শর্তে পিএনটিভি ইউটিউব চ্যানেলের মালিক লিটন সরকার ইমন নামে এক ব্যক্তি দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস প্রযোজিত চারটি বাংলা চলচ্চিত্র- মায়ের মর্যাদা, শুভ বিবাহ, অপেক্ষা এবং অজান্তে ইউটিউব চ্যানেলে প্রচার করতে ৬০ বছরের জন্য ১ লাখ ৪০ হাজার টাকায় কিনে নেন।

তিনি ছবিগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করলে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ চ্যানেল বন্ধ করে দেয়। কারণ ২০১৭ সালে এ চারটি চলচ্চিত্র অন্য ব্যক্তির কাছে বিক্রি করেন দেবাশীষ বিশ্বাস। আর ওই ব্যক্তি ছবিগুলো কিনে নিয়ে ইউটিউবে আগেই আপলোড করেছিল। ফলে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নতুন করে ছবিগুলো আপলোড করার পর লিটন সরকার ইমনের চ্যানেল বন্ধ করে দেয়।

ওই ঘটনায় ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে লিটন সরকার ইমন বাদী হয়ে দেবাশীষ বিশ্বাসের নামে প্রতারণার মামলা করেন।

কারাগারে দেবাশীষ বিশ্বাস প্রতারণার মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর