Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকাশ মেঘলা হলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে


২৮ অক্টোবর ২০২০ ১৩:২১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২০ ১৫:০১

ঢাকা: ঢাকাসহ দেশের প্রায় পুরো অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে এমন তথ্যই দিচ্ছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কক্সবাজার অঞ্চলে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষার্ধে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অধিদফতর বলছে, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সকালের আদ্রতা ৬৮ শতাংশ এবং বিকালে তা কমে দাঁড়াবে ৫৫ শতাংশে।

আবহাওয়া পূর্বাভাস

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর