Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবিএ‘র নতুন ভাইস প্রেসিডেন্ট সাজিদুল ইসলাম


২৮ অক্টোবর ২০২০ ১১:১৮

ঢাকা: পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজিদুল ইসলাম। এর আগে তিনি সংগঠনটির পরিচালক পদে দায়িত্বরত ছিলেন।

বুধবার (২৮ অক্টোবর) ডিবিএ‘র সাধারণ সম্পাদক মো. দিদারুল গনীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিবিএ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের ৭৩তম পর্ষদ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মো. সাজিদুল ইসলামকে চলতি মেয়াদের জন্যে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, এর আগে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ মোহাম্মদ আলী, এফসিএকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিলে অ্যাসোসিয়েশনে তার পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট পদটি শূন্য হয়।

ডিবিএ ভাইস প্রেসিডেন্ট সাজিদুল ইসলাম