Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একজন লেফটেন্যান্টকে পেটানো নজিরবিহীন: শাহাদাত


২৭ অক্টোবর ২০২০ ১৯:১৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, ‘দেশের কোনো মানুষ আজ নিরাপদ নয়। বিএনপিসহ বিরোধী দলেন নেতাকর্মী, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, পেশাজীবী এমনকি সশস্ত্র বাহিনীর লোকজনও আজ নিরাপদ নয়। সবশেষ একজন লেফটেন্যান্টকে যেভাবে সরকার দলীয় নেতারা পিটিয়েছে, সেটা নজিরবিহীন। গত ১০ বছরে ১ লাখ মামলায় ৩৫ লাখ বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সারাদেশে অসংখ্য নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছে। এই সরকার আমলে বিএনপিসহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের শিকার হয়েছে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর লালখান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় শাহাদাত এসব কথা বলেন।

স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত আরও বলেন, ‘দেশের মানুষের কথা বলার স্বাধীনতা নেই। সরকারের সমালোচনা করলেই একের পর এক মিথ্যা মামলার শিকার হতে হয়। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে গণতন্ত্র ফিরে আসবে। ভোটারাধিকার প্রতিষ্ঠা হবে।’

একই সভায় নগর বিএন‌পির সাধারণ সম্পাদক আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ন, ‘যে আইনশঙ্খলা রক্ষাকারী বা‌হিনী আওয়ামী লীগকে ক্ষমতায় ব‌সি‌য়ে রেখে‌ছে, আওয়ামী সন্ত্রাসী‌রা তা‌দের দাঁত ভেঙে দি‌চ্ছে। দেশ আজ সন্ত্রাস ও ধর্ষ‌ণের অভয়ারণ্যে প‌রিণত হ‌য়ে‌ছে। আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা এবং নিজেদের রক্ষা করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। দল-মত নির্বিশেষে সবাইকে সরকারের দুর্নীতি, দুঃশাসনের বিরু‌দ্ধে ঐক্যবদ্ধ আ‌ন্দোলন গ‌ড়ে তুল‌তে হ‌বে।’

লালখান বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নগর কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার ও শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম-সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক আবদুল হালিম, শাহ আলম, ইয়াসিন চৌধুরী লিটন ও নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি।

নজিরবিহীন ফেরটেন্যান্ট শাহাদাত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর