Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বশেমুরবিপ্রবিতে অপেক্ষমান শিক্ষার্থীদের আমরণ অনশন


২৭ অক্টোবর ২০২০ ১৮:১৭

বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের অপেক্ষামান তালিকায় ফাঁকা আসনে ভর্তির দাবিতে অনশন করছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আমরণ অনশনে বসেন তারা।

অনিশ্চয়তায় ভুগছেন এমন কিছু শিক্ষার্থী জানান, গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর চিঠি দেন তারা। তাদের দাবি, সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য এবং প্রশাসন আসন সংখ্যা অপূর্ণ রেখে অপেক্ষামান শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলে দিয়েছেন। এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেও বিগত ৯ মাসে কোন ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

অনশনরত শিক্ষার্থীদের মধ্যে বি ইউনিটে ১১৩১তম আকিবুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরীক্ষা এবং ফলাফল ঘোষণার নির্ধারিত সময়সূচী পরিবর্তনসহ পরীক্ষার স্থান পরিবর্তনে অসংখ্য শিক্ষার্থীকে ভোগান্তিতে পড়তে হয়েছিল এবং পরীক্ষার ফলাফল ঘোষণায় দেরি করেছিল সাবেক প্রশাসন। এছাড়াও প্রশ্ন ফাঁস ঠেকাতে ব্যর্থ হয়েছে তারা।

ই ইউনিটের ১৩৪৫ তম আল মামুন বলেন, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও কেন আমাদের ভর্তি নেবে না? বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের দাবি, অপেক্ষামান তালিকায় ভর্তি করে ফাঁকা আসন পূর্ণ করা হোক।

এ বিষয়ে বশেমুরবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, বন্ধ ক্যাম্পাসে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। তবে ক্যাম্পাস খুললে শীঘ্রই একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বশেমুরবিপ্রবিতে ৮ টি অনুষদ ও একটি ইনস্টিটিউটে ৪৪৪ টি আসন ফাঁকা রয়েছে।

অনশন বশেমুরবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর