Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেলিমপুত্র ইরফানের ব্যক্তিগত কর্মকর্তা দিপু রিমান্ডে


২৭ অক্টোবর ২০২০ ১৬:৩৯

ঢাকা: সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগ ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমপুত্র ইরফানের ব্যক্তিগত কর্মকর্তা এ বি সিদ্দিকী দিপুকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এ আদেশ দেন।

এদিন ধানমন্ডি থানার পুলিশ আসামি দিপুকে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে সাতদিনের রিমান্ডের আবেদন করে। এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল থেকে এ বি সিদ্দিকী দিপুকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর রাজধানীর কলাবাগান এলাকায় হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর একজন কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন ওয়াসিফ। মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম, প্রোটকল অফিসার এ বি সিদ্দিক দিপু, মোহাম্মদ জাহিদ ও মিজানুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, লেফটেন্যান্ট ওয়াসিফ রোববার রাত পৌনে আটটার দিকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে কলাবাগানের দিকে যাচ্ছিলেন। ল্যাবএইড হাসপাতালের সামনে সংসদ সদস্যের স্টিকার লাগানো কালো রঙের একটি ল্যান্ড রোভার গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১১-৫৭৩৬) পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। ওয়াসিফ ও তার স্ত্রী ধাক্কা সামলে মোটরসাইকেল থেকে নামেন। এ সময় গাড়ি থেকে জাহিদ, দিপু ও অজ্ঞাতপরিচয় আরও দুই-তিন জন অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে নেমে আসেন এবং মারধর শুরু করে। তারা লেফটেন্যান্ট ওয়াসিফ ও তার স্ত্রীকে ‘উঠিয়ে নেওয়া ও হত্যা’র হুমকি দেয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে সংসদ সদস্যের গাড়ি ফেলে মারধরকারীরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ি ও নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল ধানমন্ডি থানায় নিয়ে যায়।

ইরফান সেলিম দিপু রিমান্ড সেলিমপুত্র