Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মণ্ডপের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে যুবকের মৃত্যু


২৭ অক্টোবর ২০২০ ১৫:৪৭

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে দুর্গাপূজা মণ্ডপের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে জুয়েল হোসেন (৩০) মারা গেছেন। সোমবার (২৬ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জুয়েল হোসেন উপজেলার রণবাঘা বাজারের জলি ডেকোরেটরের মালিক আব্দুল জলিলের ছেলে। জুয়েল হোসেন রণবাঘা বাজারে তার বাবার ডেকোরেটর পরিচালনা করতেন।

বিজ্ঞাপন

জানা গেছে, রণবাঘা বাজার দুর্গাপূজা মণ্ডপে জুয়েল হোসেন সাজসজ্জার কাজ করেন। প্রতিমা বিসর্জন হলে  বৈদ্যুতিক সরঞ্জামাদি সরিয়ে নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৯ টায় তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম বৈদ্যুতিক সংযোগ