সাজা পেয়ে কাউন্সিলর পদ হারাচ্ছেন হাজী সেলিমপুত্র ইরফান
২৭ অক্টোবর ২০২০ ১৪:১৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ২০:৫৩
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমকে কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করা হচ্ছে। জনপ্রতিনিধি হয়ে সাজাপ্রাপ্ত হওয়াকে তাকে কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করতে যাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সারাবাংলাকে বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে বরখাস্ত করা হবে। শিগগিরই আমরা এ বিষযে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। স্থানীয় সরকারের আইন অনুযায়ী তিনি বরখাস্ত হবেন।’
সিনিয়র সচিব আরও বলেন, ‘আইন অনুযায়ী কাউন্সিল আপিল করার সুযোগ পাবেন। তবে আমরা তাকে বরখাস্তের প্রক্রিয়া শুরু করেছি। কারণ সিটি করপোরেশন আইনে বলা আছে, কেউ সাজাপ্রাপ্ত হলে তিনি বরখাস্ত হবেন।’
অন্যদিকে নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি সাজাপ্রাপ্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে অপসারণ করলে আমরা ওই পদে প্রয়োজনে উপনির্বাচনের ব্যবস্থা করব।’
আরও পড়ুন-
- হাজী সেলিমের ছেলের ‘টর্চার সেলে’ হাড়-দড়ি-দূরবীন-হাতকড়া
- হাজী সেলিমের বাড়ির পাশে আরও একটি টর্চার সেল
- হাজী সেলিমের ছেলের নামে মামলায় প্রতিবেদন ৩০ নভেম্বর
- হাজী সেলিমের ছেলে ইরফান ও দেহরক্ষীর ১ বছরের কারাদণ্ড
- নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর: হাজী সেলিমের গাড়িচালক রিমান্ডে
- নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর: এমপি হাজি সেলিমের ছেলে গ্রেফতার
- ইরফান সেলিমের বাসায় বিপুল পরিমাণ ওয়াকিটকি-ইলেকট্রনিক ডিভাইস
উল্লেখ্য, গত সোমবার (২৬ অক্টোবর) নৌবাহিনীর এক কর্মকর্তা মারধরের ঘটনায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইফরান সেলিমসহ পাঁচজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যাচেষ্টা’র মামলা করা হয়। মামলার পর ওইদিন দুপুরে পুরান ঢাকার দেবীদাস ঘাট লেন এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র্যবের একটি দল হাজি সেলিমের বাসায় তল্লাশি চালিয়ে ইরফান সেলিমকে গ্রেফতার করে। এ সময় তার বাসায় অবৈধ অস্ত্র ও মাদক পাওয়া যায়। এ পরিপ্রেক্ষিতে ইরফান সেলিমকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। স্থানীয় প্রতিনিধি হয়ে তিনি সাজাপ্রাপ্ত হওয়ায় আইন অনুযায়ী তাকে কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করা হচ্ছে।
অস্ত্র ও মাদক মামলা ইরফান সেলিম কাউন্সিলর টপ নিউজ পদ বরখাস্ত সাজাপ্রাপ্ত হাজি সেলিম