Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন ড. কামাল হোসেন


২৭ অক্টোবর ২০২০ ১৩:২১ | আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ১৫:২৬

ঢাকা: দেশের প্রখ্যাত আইনজীবী, সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন রাজনীতি থেকে অবসরে যাওয়ার চিন্তাভাবনা করছেন। ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে আলোচনা করেছেন। শুধু তাই নয় ড. কামাল হোসেন এই সিদ্ধান্তের বিষয়টি নিয়ে দলের বিদ্রোহ গ্রুপের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সঙ্গেও আলোচনা করেছেন।

গণফোরামের একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, দলের বিদ্রোহ গ্রুপের নেতারা ড. কামাল হোসেনকে সরাসরি বলেছেন দল থেকে পাকিস্তানপন্থি ড. রেজা কিবরিয়া, শফিক উল্লাহ, সংসদ সদস্য মোকাব্বির খান, অ্যাডভোকেট মহসিন রশিদ ও মোস্তাক আহমেদকে বহিস্কার করে গণফোরামে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। তা হলে দলের সব নেতাকর্মী এক হয়ে আগের মত করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

যে ৪ নেতাকে সরানোর কথা বলা হচ্ছে তার মধ্যে আ অ ম শফিক উল্লাহ ১৯৭৫ সালে ১৫ আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লাস করেছিল। অ্যাডভোকেট মহসিন রশিদ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর আইন পরামর্শক ছিলেন। তিনি পর্দার আড়াল থেকে কৌশলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে রক্ষা করতে আইনি সহায়তা দিয়েছেন। আর ড. রেজা কিবরিয়া ও এমপি মোকাব্বির খান পাকিস্তান লবি রক্ষা করে চলেন বলেও জানিয়েছে সূত্রগুলো।

ড. কামাল হোসেন এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এ সর্ম্পকে তিনি নানা সময়ে নানা ধরনের মন্তব্য করলেও বর্তমানে চুপ রয়েছেন। জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যে ড. কামাল হোসেন এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারলে আগামী সপ্তাহে তাকে বহিস্কার করার জন্য শোকজ করবে গণফোরামের মন্টু গ্রুপ।

বিজ্ঞাপন

গণফোরাম থেকে বহিস্কার হবেন এমন আভাস পেয়েও ড. কামাল হোসেন চুপ রয়েছেন। তিনি দেশের রাজনীতি নিয়ে দলের ভেতরে এবং বাইরে কোনো কথায় বলছেন না। এমনকি তার গ্রুপের শীর্ষ নেতারাও চুপচাপ। তারা ড. কামাল হোসেনের রাজনীতি থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত বিষয়ে হতাশ।

এসব বিষয় নিয়ে জানাতে ড. কামাল হোসেনের মোবাইলে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। টেলিফোনে যোগাযোগ করা হলেও তিনি তা রিসিভ করেননি।

গণফোরামের (ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন) সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, ‘এই অবসরে যাওয়ার তথ্যটি আমি নিশ্চিত করতে পারবো না। তথ্যটি ড. কামাল হোসেনই বলতে পারবেন। তবে ড. কামাল হোসেন রাজনীতি থেকে অবসরে যাবেন এ কথা আগেও বলেছেন। সম্প্রতিও হয়তো বা বলেছেন।’

দলের বিদ্রোহ গ্রুপের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, ড. কামাল হোসেন রাজনীতি থেকে অবসরে যেতে চাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। তবে আমরা চাচ্ছি ড. কামাল হোসেন তার সম্মান নিয়ে রাজনীতিতে থাকুক এবং তাকে ঘিরে যে অশুভ শক্তিটি রয়েছে তাদেরকে দল থেকে সরানো হোক। আর যদি তিনি তা না করেন তা হলে আগামী সপ্তাহে আমরা তাকে গণফোরাম থেকে বহিস্কার করার জন্য শোকজ করবো।’ এছাড়া আগামী ২৬ ডিসেম্বর গণফোরামের জাতীয় কাউন্সিল অধিবেশনে নেতাকর্মীদের সর্বসম্মতি নিয়ে গণফোরাম ড. কামাল হোসেন বহিস্কার করা হবে বলেও জানান তিনি।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন রাজনীতি থেকে অবসর

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর