আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও নামবে না বৃষ্টি
২৬ অক্টোবর ২০২০ ১১:৫৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২০ ১৬:২০
ঢাকা: আকাশ মাঝে মাঝে মেঘাচ্ছন্ন থাকলেও চলতি মাসে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (২৬ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আজ রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানের আকাশে মাঝে মাঝে মেঘ জমলেও হবে না বৃষ্টি। তবে রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের কয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘তবে স্বাভাবিকভাবেই থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া। বিশেষ করে চলতি মাসে আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তাই নদী ও সমুদ্র বন্দরগুলোতেও নেই কোনো সতর্ক সংকেতও।’