টুইটারে ম্যাখোঁকে ইমরান খানের আক্রমণ
২৬ অক্টোবর ২০২০ ১১:২০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২০ ১২:৩১
ইসলাম ধর্মের ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ’র মনোভাবের জন্য মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে তার কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর রয়টার্স।
রোববার (২৫ অক্টোবর) পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নবী মুহাম্মদের ব্যাঙ্গচিত্র প্রদর্শনকে উৎসাহিত করে ম্যাখোঁ ইসলাম ধর্মকেই আক্রমণ করছেন।
এর আগে, ফ্রান্সে ইতিহাসের এক শিক্ষক ক্লাসে হযরত মুহাম্মাদ এর একটি কার্টুন দেখানোর জেরে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর, দেশজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়। তখন ম্যাখোঁ মৌলবাদী ইসলামের বিপরীতে দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখা নিয়ে দৃঢ়কণ্ঠে কথা বলেছিলেন।
through encouraging the display of blasphemous cartoons targeting Islam & our Prophet PBUH. By attacking Islam, clearly without having any understanding of it, President Macron has attacked & hurt the sentiments of millions of Muslims in Europe & across the world.
— Imran Khan (@ImranKhanPTI) October 25, 2020
এ ব্যাপারে, ফ্রান্সে কার্টুন প্রদর্শন বন্ধ হবে না বলেও স্পষ্ট জানিয়েছিলেন তিনি। ম্যাখোঁর ওই অবস্থানের প্রতিক্রিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এরই মধ্যে ‘তার মানসিক চিকিৎসা দরকার’ বলে মন্তব্য করেছেন।
আর এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইটার বার্তায় ফরাসি প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছেন, ইসলাম ধর্ম এবং শেষ নবীকে লক্ষ্য করে অবমাননাকর কার্টুন প্রদর্শনকে উৎসাহ দিয়ে প্রেসিডেন্ট ম্যাখোঁ ইচ্ছাকৃতভাবে মুসলমানদের উস্কানি দেওয়ার পথ বেছে নিয়েছেন – এটি দুঃখজনক।
প্রসঙ্গত, মহানবীর কার্টুন প্রদর্শনকে মুসলিমরা অবমাননা হিসাবেই দেখে। গত ১৭ অক্টোবর ফরাসি ইতিহাস শিক্ষক সেমুয়েল প্যাটি ক্লাসে এই কার্টুন দেখানোর পরই স্কুলের বাইরে চেচেন বংশোদ্ভূত এক তরুণের হাতে খুন হন। ম্যাখোঁ ওই শিক্ষককে ‘বীর’ আখ্যা দিয়ে উগ্র ইসলামপন্থিদেরকে দেশের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন।
ওই টুইটার বার্তায় ইমরান খান বলেন, ম্যাখোঁ চরমপন্থিদেরকে ছাড় না দেওয়ার কথা বলে অপরাধের প্রতিকারের ব্যাপারে কাজ করতে পারতেন।
তিনি আরও বলেন, ইসলামকে না বুঝেই আক্রমণ করে কথা বলে প্রেসিডেন্ট ম্যাখোঁ ইউরোপ এবং বিশ্বজুড়ে লাখ লাখ মুসলিমের ভাবাবেগকে আঘাত করেছেন।
এ প্রসঙ্গে উল্লেখ করা যায় যে, ফ্রান্সে সাম্প্রতিক কয়েকবছরে দফায় দফায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বিতর্কিত কার্টুন প্রকাশের জেরে ২০১৫ সালের ৭ জানুয়ারি প্যারিসে শার্লি এবদু কার্যালয়ে ঢুকে গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করে উগ্রপন্থি মুসলিম দুই ভাই। সে সময় মারা গিয়েছিল ফ্রান্সের বিশিষ্ট কার্টুনিস্টসহ ১২ জন।
তাছাড়া, ওই বছরই নভেম্বরে ফ্রান্সের একটি থিয়েটার এবং প্যারিসের আশেপাশের এলাকায় গুলির ঘটনায় অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছিল।
টপ নিউজ তুরস্ক পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোঁ ফ্রান্স