Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি সম্পত্তি তছরুপ, পরোয়ানায় গ্রেফতার কবি টোকন ঠাকুর


২৫ অক্টোবর ২০২০ ২১:৪৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২০ ০৯:৪৮

ঢাকা: কবি ও চলচ্চিত্র পরিচালক টোকন ঠাকুরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

নিউমার্কেট থানা পুলিশ বলছে, ওই মামলায় তার বিরুদ্ধে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) থেকে গ্রেফতারি পরোয়ানা ছিল।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় টোকন ঠাকুরকে গ্রেফতার করা হয়েছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কাইয়ুম।

ওসি বলেন, গত ৩ অক্টোবর সিএমএম আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। ওই পরোয়ানার পরিপ্রেক্ষিতে রাজধানীর কাটাবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ওসি কাইয়ুম জানান, বর্তমানে কবি টোকন ঠাকুর থানা হেফাজতে রয়েছে। আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) তাকে আদালতে উপস্থাপন করা হবে।

কবি টোকন ঠাকুর গ্রেফতার গ্রেফতারি পরোয়ানা টোকন ঠাকুর নিউমার্কেট থানা সরকারি সম্পত্তি তছরুপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর