Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে’


২৫ অক্টোবর ২০২০ ১৬:০৩

চট্টগ্রাম ব্যুরো: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনায় প্রার্থনা করার জন্য হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।’

শনিবার (২৪ অক্টোবর) রাতে মহাষ্টমীতে নগরীর জে এম সেন হলে পূজামণ্ডপ পরিদর্শনের সময় ভক্তদের উদ্দেশে উপমন্ত্রী নওফেল একথা বলেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম-৯ আসনের সাংসদ নওফেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন সনাতন সম্প্রদায় নিরাপদে এবং ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে দুর্গোৎসব উদযাপন করতে পারে। সারাদেশে যথাসম্ভব সুষ্ঠু ও সুন্দরভাবেই দুর্গাপূজা হচ্ছে। সকল ধর্মাবলম্বী যথাযথ মর্যাদা নিয়ে দেশে যার যার উৎসব উদযাপন করছে, এই সহনীয় পরিবেশ সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমর্থ হয়েছে। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।’

তিনি বলেন, ‘আমাদের উৎসবগুলো সবাই আমরা এক হয়ে উদযাপন করি। আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে চলতে শিখেছি।’

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে নওফেল বলেন, ‘আপনারা যখন পূজা করেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রার্থনা করবেন, তিনি যেন সুস্থ থাকেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। বাংলাদেশের জন্যও প্রার্থনা করবেন, যাতে দেশের সকল মানুষ সুখে-শান্তিতে থাকতে পারে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকতে পারে। সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেরই যেন মঙ্গল হয়, উন্নত জীবন পায়। দারিদ্র্যের হাত থেকে সবাই যেন মুক্ত হয়। আমাদের দেশ নিয়ে সারাবিশ্বে আজ আমাদের যে গর্ব, সেটা যেন অটুট থাকে।’

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক রানা বিশ্বাস, সুমন দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, সম্পাদকমণ্ডলীর সদস্য রুমকি সেন ও সুকান্ত মহাজন টুটুল।

দুর্গাপূজা নওফেল শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর