Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলা বন্দরে বিদেশি জাহাজের প্রকৌশলীর মৃত্যু


২৫ অক্টোবর ২০২০ ১৬:২৮

মোংলা:  মোংলা বন্দরে একটি বিদেশি জাহাজের প্রকৌশলী মারা গেছেন। রোমানিয়ার নাগরিক এই প্রকৌশলীর নাম ভ্যারল তায়ের (৫২)। শনিবার (২৪ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। জাহাজটিতে ক্যাপ্টেনসহ মোট ১৪ জন নাবিক আছেন। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত জাহাজটিকে এই বন্দরেই থাকতে বলেছে কর্তৃপক্ষ।

লাইব্রেরিয়া পতাকাবহী এম ভি এইচ আর রেভিলেশন বিদেশি জাহাজটির স্থানীয় শ্রমিক ঠিকাদার মেসার্স নুরু এন্ড সন্স ও মালিক আলহাজ এইচ এম দুলাল জানান, বার্মার ইয়াংগুন বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি মেশিনারী পণ্য নিয়ে গত ২২ অক্টোবর মোংলা বন্দরের হারবাড়িয়ার ১ নং বয়ায় অবস্থান করে। ওই জাহাজের দ্বিতীয় প্রকৌশলীর দায়িত্বে ছিলেন রোমানিয়ার নাগরিক ভ্যারল তায়ের। শনিবার রাতে জাহাজেই তার মৃত্যু হয়। জাহাজের অন্যান্য নাবিকেরা বিষয়টি জানার পর তারা পোর্ট হেলথের চিকিৎসকদের খবর দেয়। পরে চিকিৎসক দল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এদিকে মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হওয়ার পর রোববার সকালে প্রাথমিক সুরতহাল শেষে প্রকৌশলী ভ্যারল তায়েরের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে ।

প্রকৌশলী মোংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর