করোনাভাইরাসে আরও ২৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩০৮
২৫ অক্টোবর ২০২০ ১৫:৫২ | আপডেট: ২৫ অক্টোবর ২০২০ ১৭:৫৮
ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৮০৩ জনে।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭৫৭টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১০৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৫৭ হাজার ৫৮৯টি।
নমুনা পরীক্ষায় নতুন ১ হাজার ৩০৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনাভাইরাস আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১ হাজার ৫৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ১০৭ জন।