Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় অস্থির বিশ্বে শান্তির প্রার্থনায় কুমারী পূজা


২৪ অক্টোবর ২০২০ ১৬:৪২

চট্টগ্রাম ব্যুরো: বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাষ্টমীতে চট্টগ্রামে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। মাতৃজ্ঞানে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজা।

প্রতিবছরের মতো এবারও শনিবার (২৪ অক্টোবর) সকালে মহাষ্টমীতে নগরীর পাথরঘাটায় শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মন্দিরের উদ্যোগে কুমারী পূজা হয়েছে। এতে পৌরহিত্য করেন শ্যামল সাধু। তিনি জানিয়েছেন, করোনা মহামারি থেকে দ্রুত পরিত্রাণের আশায় এবং বিশ্বশান্তির প্রার্থনায় এবারের কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

হিন্দু শাস্ত্রমতে, এক থেকে ষোল বছরের যে কোনো বর্ণের ও গোত্রের কুমারীকে মাতৃজ্ঞানে পূজা করার বিধান আছে। কালসন্দর্ভা নামে কুমারী পূজিত হলে দারিদ্র্য ও শত্রুনাশ হয়।

শ্যামল সাধু সারাবাংলাকে বলেন, ‘করোনা মহামারির কারণে বিশ্ব চরাচর অস্থির হয়ে আছে। এই অস্থির পৃথিবীকে শান্ত করে দিতে পারেন মা জগজ্জননী দুর্গা। এই মুহুর্তে করোনা মানবজাতির সবচেয়ে বড় শত্রু। কুমারী পূজার মধ্য দিয়ে এই শত্রু বিনাশের জন্য মায়ের কাছে আরাধনা করেছেন ভক্তরা। মাটির প্রতিমায় যে দেবীর পূজা করা হয়, তারই বাস্তব রূপ কুমারী পূজা।’

শান্তনেশ্বরী মাতৃমন্দিরে পূজিত ‘কুমারী মায়ের’ নাম শ্রেয়া বিশ্বাস তাথৈ। নগরীর সেন্ট যোসেফ স্কুলের ‍তৃতীয় শ্রেণিতে পড়েন শ্রেয়া। নগরীর দেওয়নাজী পুকুর পাড়ের বাসিন্দা চিকিৎসক বিপ্লব বিশ্বাস ও স্মৃতিকণা বিশ্বাসের পৌত্রি শ্রেয়া শ্যাম কুমার বিশ্বাস ও তনিমা বিশ্বাসের মেয়ে।

সকাল সাড়ে ১০টায় পূজা শুরু হয়। শাস্ত্রমতে এদিন তার নাম হয় কালসন্দর্ভা। পূজারী হিসেবে ছিলেন শম্ভু ভট্টাচার্য। মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক ভক্ত কুমারী পূজায় অংশ নেন।

বিজ্ঞাপন

কুমারী পূজা টপ নিউজ দুর্গাপূজা মহাঅষ্টমী