Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল চোর ধরতে গিয়ে হামলায় একজনের মৃত্যু


২৪ অক্টোবর ২০২০ ১৬:১২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাথায় লোহার রড দিয়ে আঘাত করে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ মোটর সাইকেল চোরদের হামলায় ওই ব্যক্তি নিহত হয়েছেন, যিনি চোরদের আটকাতে গিয়েছিলেন।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে চট্টগ্রাম-বান্দরবান সড়কে বাইতুল ইজ্জত সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

নিহত মো. শফিক মিয়ার (৫০) বাড়ি বাইতুল ইজ্জত এলাকায়।

ওসি আনোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, তিনজন মিলে একটি মোটর সাইকেল চুরি করে পালাচ্ছিল। সেটা দেখে স্থানীয় দু’জন লোক আরেকটি মোটর সাইকেলে করে গিয়ে তাদের গতিরোধ করে। খবর পেয়ে শফিক মিয়াও চোরদের ধরার জন্য সেখানে যান। চোর চক্রের এক সদস্যকে মোটর সাইকেলসহ তারা ধরে ফেলে। এসময় তার দুই সহযোগী লোহার রড দিয়ে শফিকের মাথায় আঘাত করে। পরে আটক চোরকে ছিনিয়ে নিয়ে তারা প্রতিরোধ করতে যাওয়া লোকদের মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে চুরি করে আনা মোটর সাইকেলটি ঘটনাস্থলে ফেলে যায়।’

আহত শফিককে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ওসি।

মৃত্যু মোটরসাইকেল হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর