Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ: দুইজনের মৃত্যু


২৩ অক্টোবর ২০২০ ১৭:১৯

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকায় লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণে দুইজন মারা গেছেন। নিহতরা হলেন- ফাহিম (২৫) ও মিজান (৩৩)। এ ঘটনায় আরো ৪ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন- আবু সিদ্দিক (৩০), রাজু (৪০), শাকিল(২০), রফিক (৪৫)।

রাজুর ভাই মো. সাজু জানান, তারা রুপগঞ্জের বরফা এলাকায় প্রিমিয়ার রি -রোলিং স্টিল মিলে কাজ করেন। রাতে কাজ করার সময় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরিত হয়। এতে গলানো লোহা তাদের শরীরে পড়লে দগ্ধ হন তারা। এতে ঘটনাস্থলে মারা যান মিজান নামের এক শ্রমিক। বাকি দগ্ধদের ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। ধানমন্ডির একটি ক্লিনিকে নেয়া হলে ফাহিম নামের আরও এক শ্রমিকের মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, হাসপাতালে দগ্ধ পাঁচ জনকে আনা হয়েছিল। এদের মধ্যে রাজুর দেহের ৯০ শতাংশ, আবু সিদ্দিকের ১০০ শতাংশ, ফাহিমের ১০০ শতাংশ, শকিলের ১০০ শতাংশ ও রফিকের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সকলের অবস্থা আশংকাজনক।

ইনস্টিটিউটের জরুরী বিভাগের নার্সিং ইনচার্জ মো. আহসান হাবিব জানান, পাঁচ শ্রমিক দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছিল। হাসপাতালের আইসিইউ এর বিছানা খালি না থাকায় বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহমুদুল হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, রুপগঞ্জের বরফা এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর মেশিন বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে মিজান নামের এক শ্রমিক মারা যান এবং আরো পাঁচ শ্রমিক দগ্ধ হয়। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমন্ডির একটি ক্লিনিকে ভর্তি ছিল ফাহিম।  সেখান থেকে বিকাল ৪টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ লোহা গলানোর কারখানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর