Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে প্রায় ৫ কোটি টাকার সোনা জব্দ


২৩ অক্টোবর ২০২০ ১৬:৪৬ | আপডেট: ২৩ অক্টোবর ২০২০ ১৬:৪৮

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার প্রায় ৮ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুক্রবার ( ২৩ অক্টোবর) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবীর।

তিনি জানান, শুল্ক গোয়েন্দার কাছে তথ্য আসে সোনা চোরাচালানের। যার কারণে বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন গোয়েন্দারা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি০২৮ ফ্লাইটে তল্লাশি চালানো হয়। ওই ফ্লাইটের চারটি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ৬৮টি সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন সাত কেজি ৮৮৮ গ্রাম। জব্দ সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।

বিজ্ঞাপন

মুবিনুল কবীর আরও জানান, আমরা জব্দকৃত সোনার বিষয়ে দুটি মামলা দায়ের করা হবে। এরইমধ্যে কাস্টমস আইনে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। অন্যটি বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টপ নিউজ শাহজালাল বিমানবন্দর সোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর