Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে নিম্নাঞ্চল প্লাবিত, কয়েক হাজার মানুষ পানিবন্দি


২৩ অক্টোবর ২০২০ ১৪:২২

বাগেরহাট: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাগেরহাটে ঝড়ো হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। বুধবার (২৩ অক্টোবর) মধ্যরাত থেকে টানা দুইদিনের বর্ষণে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। জেলা সদরসহ উপকূলীয় উপজেলাগুলোর রাস্তাঘাট, পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, শরণখোলার বগি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দ্রুত পানি অপসারণের ব্যবস্থা নেয়া হচ্ছে। শরণখোলা-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের একটা অংশ ধসে যাওয়ার ঘটনাটি সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান বলেন, বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক জানান, দুইদিনের টানা বর্ষণে জেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট, পুকুর তলিয়ে গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। উপজেলা মৎস্য কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, দুইদিনের টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার বিকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি জরুরী সভা ডাকা হয়েছে। এই সভার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

পানিবন্দি বাগেরহাট

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর