শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে যান চলাচল বন্ধ, ২ নম্বর সতর্ক সংকেত
২৩ অক্টোবর ২০২০ ১২:০৩
মুন্সীগঞ্জ: বৈরি আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও স্পিড বোটসহ সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। পদ্মায় দুই নম্বর সতর্ক সংকেত চলছে।
বিআইডব্লিউটিএ’র পরিদর্শক মো. সোলেমান শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈরি আবহাওয়া ও পদ্মায় তীব্র স্রোতের কারণে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শিমুলিয়া কাঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও স্পিড বোটসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ নৌরুটে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সকল নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।