Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসসিসি’তে ২০ বছর ধরে দখলে থাকা পাম্পের জায়গা উদ্ধার


২৩ অক্টোবর ২০২০ ০৮:৫৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০২০ ১০:৪১

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন পানির ট্যাংকির নিচসহ আশপাশ ও পাতলা খান লেনের বিভিন্ন অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এই উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ করা মালামাল স্পট নিলাম করা হয়, যার মূল্য ১১ হাজার ৫০০ টাকা। অবৈধভাবে দখল করে রাখায় তিনটি মামলা হয়। এছাড়া দখল করে রাখা দোকান মালিকদের জরিমানা হয় ৩৫ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামান বলেন, পাম্পের জায়গাটি ২০ বছর ধরে দখল করেছিল কিছু লোক। তারা সিটি করপোরেশনকে কোনো টাকা দিত না। ওয়াসার পাম্পটিকেও অকার্যকর করে রেখেছিল। ব্যবসায়ীরা স্থায়ী দোকানপাট পর্যন্ত তৈরি করেছিল। বারবার নোটিশ দিলেও কেউ জায়গা খালি করেনি। তাই আজ অভিযানের মাধ্যমে সবকিছু গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই অভিযানের মাধ্যমে করপোরেশনের জায়গায় স্থাপিত ওয়াসার পানির পাম্পটি করপোরেশনের আওতায় আনা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৪-এর আওতায় পাম্পটি পরিচালনা করা হবে।

পাম্পের জায়গায় দীর্ঘদিন ধরে দোকান করা ব্যবসায়ীরা জানিয়েছেন, এই দোকানের মাধ্যমেই তাদের সংসার চলত। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, জায়গাগুলো যেন তাদের লিজ দেওয়া হয়। বিনিময়ে তারা টাকা পরিশোধ করবেন। কিন্তু এতেও কাজ হয়নি। আজ দোকান উচ্ছেদ হওয়ায় সবাই বেকার হয়ে গেছেন।

অবৈধ দখল উচ্ছেদ উচ্ছেদ অভিযান ডিএসসিসি ভিক্টোরিয়া পার্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর