Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপদ সড়ক দিবসে পাথওয়ে’র উদ্যোগ


২২ অক্টোবর ২০২০ ২০:৩১ | আপডেট: ২৩ অক্টোবর ২০২০ ০০:২৪

ঢাকা: বর্তমান সরকারের সময়ে ব্যাপক উন্নয়নের ফলে সড়ক-মহাসড়কে যানচলাচলে গতি বেড়েছে। কিন্তু বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং বিপদজনক ওভারটেকিং বেড়ে যাওয়ার কারণে সড়ক দুর্ঘটনাও বাড়ছে। এ অবস্থায় নিরাপদ সড়ক নিশ্চিতে পরিবহনের চালক-শ্রমিকদের পাশাপাশি যাত্রী পথচারীদের সচেতনতা বাড়াতে হবে বলে জানিয়েছেন পাথওয়ে’র নির্বাহী পরিচালক মো. শাহিন।

তিনি বলেছেন, সরকার, পরিবহন কর্তৃপক্ষ ও যাত্রী পথচারীদের সচেতনতা ও ঐকান্তিক সহযোগিতায় সম্ভব নিরাপদ সড়ক নিশ্চিত করা।

বিজ্ঞাপন

‘মুজিববর্ষের শপথ, সড়ক করব নিরাপদ’ প্রতিপাদ্যকে ধারণ করে বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উপলক্ষে ব্যতিক্রমধর্মী র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘পাথওয়ে’।

ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন শ্রেণিপেশার নারীদের অংশগ্রহণে রাজধানী মিরপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে র‌্যালিটি। পরে মিরপুর-১০ গোলচত্বরে ও সংগঠনটির কার্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন পাথওয়ে’র নির্বাহী পরিচালক মো.শাহিন, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক নূর হাকিম, চালক, যাত্রীসহ নারী পথচারীরা।

সভায় পাথওয়ে’র নির্বাহী পরিচালক মো.শাহিন বলেন, উল্টোপথে গাড়ি চালাবেন না, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চালাবেন না। বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি রাস্তায় নামাবেন না, ওভারটেকিং করবেন না। গাড়ি চালনার সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না।

সভায় উপস্থিত চালক, হেলপার, পথচারীদের ট্রাফিক আইন, ট্রাফিক সাইন ও ট্রাফিক নির্দেশনা, জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপারের সঠিক নিয়ম বিস্তারিত আলোচনা করেন পাথওয়ের প্রশিক্ষকরা।

বিজ্ঞাপন

সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে ‘ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ’ দিয়ে আসছে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল। পাশপাশি সেলাই মেশিন ব্যবহার প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আলোচনা সভা নিরাপদ সড়ক নিরাপদ সড়ক দিবস পাথওয়ে র‌্যালি

বিজ্ঞাপন

বিয়ে করেছেন তমালিকা
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

নির্যাতন ও নারীর লড়াই
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর