Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে অস্ত্রসহ ‘কিশোর অপরাধী’ চক্রের সদস্য গ্রেফতার


২২ অক্টোবর ২০২০ ২০:৫২ | আপডেট: ২২ অক্টোবর ২০২০ ২১:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অস্ত্রসহ এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণ ‘কিশোর অপরাধী চক্রের’ সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নগরীর আকবর শাহ থানার সি-ওয়ার্ল্ড সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

বিজ্ঞাপন

গ্রেফতার আব্দুল আজিজ আরিয়ান (২৩) আকবর শাহ থানার বিশ্বকলোনির পি-ব্লকের বাসিন্দা শহিদ উল্লাহর ছেলে।

ওসি জহির সারাবাংলাকে বলেন, ‘আকবর শাহ এলাকায় শাকিল হাসান সাগর প্রকাশ লাল সাগর নামে একজন কিশোর গ্যাংয়ের গডফাদার আছে। তার নেতৃত্বে উঠতি বয়সের তরুণ ও কিশোর বয়সী সাত-আট জন ছেলে আছে, এরা গ্যাং কালচার মেইনটেইন করে। লেকভিউ আবাসিক এলাকাসহ পাহাড়ি এলাকায় অবস্থান করে, মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করে, ছিনতাই-মারামারি করে। এই গ্রুপের সদস্য আরিয়ান। তাকে আগেও গ্রেফতার করা হয়েছিল। আজ (বৃহস্পতিবার) অস্ত্রসহ পাওয়া গেছে।’

গ্রেফতার আরিয়ানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি জহির।

কিশোর অপরাধী কিশোর অপরাধী চক্র তরুণ গ্রেফতার

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর