চট্টগ্রামে অস্ত্রসহ ‘কিশোর অপরাধী’ চক্রের সদস্য গ্রেফতার
২২ অক্টোবর ২০২০ ২০:৫২ | আপডেট: ২২ অক্টোবর ২০২০ ২১:০৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অস্ত্রসহ এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণ ‘কিশোর অপরাধী চক্রের’ সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নগরীর আকবর শাহ থানার সি-ওয়ার্ল্ড সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।
গ্রেফতার আব্দুল আজিজ আরিয়ান (২৩) আকবর শাহ থানার বিশ্বকলোনির পি-ব্লকের বাসিন্দা শহিদ উল্লাহর ছেলে।
ওসি জহির সারাবাংলাকে বলেন, ‘আকবর শাহ এলাকায় শাকিল হাসান সাগর প্রকাশ লাল সাগর নামে একজন কিশোর গ্যাংয়ের গডফাদার আছে। তার নেতৃত্বে উঠতি বয়সের তরুণ ও কিশোর বয়সী সাত-আট জন ছেলে আছে, এরা গ্যাং কালচার মেইনটেইন করে। লেকভিউ আবাসিক এলাকাসহ পাহাড়ি এলাকায় অবস্থান করে, মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করে, ছিনতাই-মারামারি করে। এই গ্রুপের সদস্য আরিয়ান। তাকে আগেও গ্রেফতার করা হয়েছিল। আজ (বৃহস্পতিবার) অস্ত্রসহ পাওয়া গেছে।’
গ্রেফতার আরিয়ানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি জহির।