Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা ছাড়ালো


২২ অক্টোবর ২০২০ ১৬:১৪

ঢাকা: পুঁজিবাজারে লেনদেন আবারও হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি আগের দিনের চেয়ে ১৭৪ কোটি টাকা বেশি। এর আগে গত ৬ অক্টোবর ডিএসইতে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়। ওইদিনের পর টানা ১১ কার্যদিবস ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা পেরোয়নি। বৃহস্পতিবার পুনরায় ডিএসইতে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। তবে এদিন ডিএসইর আর্থিক ও শেয়ার লেনদেন বাড়লেও সব সূচক কমেছে।

বিজ্ঞাপন

এদিকে বৃহস্পতিবার ডিএসইতে ৩৫২টি প্রতিষ্ঠানের ৩৪ কোটি ৬১ লাখ ৯৩ হাজার ১২২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৯২টির এবং ৫৪টির দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৪ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৬৯২ পয়েন্টে নেমে আসে। দিনশেষে ডিএসইতে ১ হাজার ২৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬৩টি প্রতিষ্ঠানের ১ কোটি ১৫ লাখ ৫২ হাজার ৫৩৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৩৩টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে ১৪ হাজার ২৯ পয়েন্টে নেমে আসে। দিনশেষে সিএসইতে ২৫ কোটি ৫১ লাখ টাকার শেযার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

টাকা ডিএসই পুঁজিবাজার লেনদেন সিএসই হাজার কোটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর