Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী নারী কর্মীদের নিয়ে সতর্ক থাকতে বলেছে সংসদীয় কমিটি


২১ অক্টোবর ২০২০ ২২:১৯ | আপডেট: ২১ অক্টোবর ২০২০ ২৩:১৩

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় সাড়ে ছয় লাখ নারী কর্মী কর্মরত রয়েছেন। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় ভুলভাবে সংবাদ পরিবেশনের কারণে অনেকে তাদের দেশে ফিরিয়ে আনার দাবি উত্থাপন করেন। এ বিষয়টি উল্লেখ করে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।

বুধবার (২১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই পরমর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নূরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. আব্দুল মজিদ খান ও মো. হাবিবে মিল্লাত এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠকে জানানো হয়, চলমান করোনা মহামারির কারণে যেসব অভিবাসী কর্মী তাদের নিজ নিজ কর্মস্থলে ফেরত যেতে পারেননি, পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাগতিক দেশগুলোর সঙ্গে ফলপ্রসূ কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ ভিসা, ইকামা ইত্যাদির মেয়াদ বাড়িয়ে বিশেষ ফ্লাইটে করে অভিবাসী কর্মীদের প্রত্যাবর্তনের ব্যবস্থা করে। ইতালি, যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, গ্রিস, ওমান ও সৌদি আরবে বিশেষ ফ্লাইটে করে দুই হাজার ৫৬০ জন আটকে পড়া প্রবাসী বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে।

বৈঠকে আরও জানানো হয়, করোনার কারণে কর্মহীন প্রবাসীদের নতুন কর্মসংস্থান তৈরি, আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা, দেশে আটকে পড়া প্রবাসীদের নিজ নিজ কর্মস্থলে পাঠানো এবং বিশেষ বিমান চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে একাধিক মন্ত্রণালয়ের কর্মকর্তা দায়িত্ব পালন করলেও ‘এক দেশ এক মিশন’ সংস্কৃতির ভিত্তিতে সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকায় করোনা পরিস্থিতিতে সৃষ্ট চ্যালেঞ্জগুলো সাফল্যের সঙ্গে মোকাবিলা করা সম্ভব হচ্ছে।

বিজ্ঞাপন

কমিটি সূত্র জানায়, বৈঠকে আলোচনা শেষে করোনা সংক্রমণের মধ্যেও সমন্বয় করে অর্থনীতির চাকা সচল রাখার সুপারিশ করা হয়। এজন্য বিশ্বের সঙ্গে যোগাযোগ রেখে অর্থনৈতিক কূটনীতি জোরদারের জন্য বাংলাদেশে তৈরি পণ্য রফতানির ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে বৈঠকে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে সে দেশের চাহিদা নিরুপণ করে বাংলাদেশকে জানানোর এবং সে আলোকে রূপরেখা প্রণয়ন করে একটি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে তা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে কানাডা ও ইন্দোনেশিয়ার বাংলাদেশি মিশনে নবনিযুক্ত রাষ্ট্রদূতরা সে দেশে তাদের করণীয় বিষয়ে রূপরেখা উপস্থাপন করেন। এ বিষয়ে আলোচনার সময় কমিটির পক্ষ থেকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোস্তাফিজুর রহমানকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে ইন্দোনেশিয়ার সমর্থন আদায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী নারী কর্মী সংসদীয় কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর