পাটমন্ত্রীর নির্দেশনায় রূপগঞ্জে ‘লোক সঙ্গীতানুষ্ঠান ও উঠান বৈঠক’
২১ অক্টোবর ২০২০ ২১:১৩ | আপডেট: ২১ অক্টোবর ২০২০ ২১:১৪
নারায়ণগঞ্জ: মুজিববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের জিওবি খাতের আওতায় লোক সঙ্গীতানুষ্ঠান ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনা এবং গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র তত্ত্বাবধানে বুধবার (২১অক্টোবর) বিকেলে উপজেলার চনপাড়া শেখ রাসেলনগর এলাকায় নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে এ লোক সঙ্গীতানুষ্ঠান ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার সিরাজ উদ দৌলা খান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য এস এম ইব্রাহিমসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাট ও বস্ত্রমন্ত্রী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক রূপগঞ্জ