পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা: আরেক এসআই বরখাস্ত
২১ অক্টোবর ২০২০ ১৯:৪০ | আপডেট: ২১ অক্টোবর ২০২০ ১৯:৪৫
সিলেট: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় ওই ফাঁড়ির নবনিযুক্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ। পুলিশ সদর দফতরের তদন্ত কমিটি তাকে বরখাস্ত করার সুপারিশ করেছিল।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর পুলিশের এক আদেশে এসআই হাসানকে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।
রায়হান হত্যায় অভিযুক্ত এসআই আকবরকে পালাতে সহায়তা ও কাজের অবহেলার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে, রায়হান হত্যা মামলায় মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) রিজার্ভ অফিস থেকে বরখাস্ত কনস্টেবল টিটু চন্দ্রকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পরে কনস্টেবল টিটুকে বিকেলে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এসআই হাসান উদ্দিন পুলিশ ফাঁড়িতে নির্যাতন রায়হান হত্যা সাময়িক বরখাস্ত