Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের ঘটনায় সালিস বন্ধে রুল হাইকোর্টের


২১ অক্টোবর ২০২০ ১৮:৫৭ | আপডেট: ২১ অক্টোবর ২০২০ ২২:৪৩

ঢাকা: ধর্ষণের অপরাধ মীমাংসার জন্য সালিস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে হাইকোর্টে চলমান অন্য মামলাগুলোর সম্পর্কেও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট শাহিনুজ্জামান শাহিনের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করেন।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক ও ইয়াদিয়া জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন নওরোজ রাসেল চৌধুরী।

গতকাল সোমলবার (১৯ অক্টোবর) ধর্ষণের অপরাধে সালিস করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার নির্দেশনা চেয়ে এই রিট দায়ের করা হয়। রিট আবেদনে ধর্ষণের মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি, বিচার শুরুর পর থেকে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একটানা বিচার চলার বিধান ও আদেশ কার্যকর করার নির্দেশনা চাওয়া হয়।

আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে এই রিটে। গত ১০ বছরে সারাদেশের বিভিন্ন থানায় কতগুলো ধর্ষণের মামলা হয়েছে এবং কতগুলো মামলা বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে— রিটে সে তথ্যও জানানোর নির্দেশনা চাওয়া হয়। শুধু তাই নয়, ধর্ষণের মামলা রুদ্ধদার আদালতে বিচার করার বিধান কার্যকর করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ধর্ষণের মামলায় আইন ও হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন চেয়ে বিবাদীদের প্রতি গত ১৩ অক্টোবর অ্যাডভোকেট ইয়াদিয়া জামান আইনি নোটিশ পাঠান। সেই নোটিশের কোনো জবাব না পেলে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

টপ নিউজ ধর্ষণ ধর্ষণের অপরাধ ফৌজদারি অপরাধ রিট দায়ের সালিস হাইকোর্টে রিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর