Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত শনিবার


২১ অক্টোবর ২০২০ ১৭:৩৮

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী শনিবার (২৪ অক্টোবর)। ওইদিন ডিন’স কমিটির বৈঠক হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  অধ্যাপক এস এম মনিরুল হাসান বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রেজিস্ট্রার মনিরুল বলেন, আগামী শনিবার ডিন’স কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় এবারের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে নয়, প্রচলিত পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেবে তারা। তবে এর আগে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হলেও এবার এই পরীক্ষার পূর্ণমান হবে ১০০

শুধু তাই নয়, আগের বছরগুলোতে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের স্কুল-কলেজগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হতো। এ বছর করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় দেশের আট বিভাগেই ভর্তি পরীক্ষা নেবে ঢাবি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই এসব ভর্তি পরীক্ষা পরিচালনা করবেন।

২০২০-২১ শিক্ষাবর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি টপ নিউজ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা স্নাতক প্রথম বর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর