Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু ৮ নভেম্বর


২১ অক্টোবর ২০২০ ১৭:২৩ | আপডেট: ২১ অক্টোবর ২০২০ ২২:৪৪

ঢাকা: মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হবে ৮ নভেম্বর থেকে। বুধবার (২১ অক্টোবর) সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এ তথ্য জানান।

তিনি জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৮ নভেম্বর রোববার সন্ধ্যা ৬টায় রাজধানীর শের-ই বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১০ম অধিবেশন (২০২০ খ্রিস্টাব্দে ৫ম এবং মুজিববর্ষ ২০২০ উপলক্ষে বিশেষ অধিবেশন) আহবান করেছেন।

বিজ্ঞাপন

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন বলেও জানান তিনি।

এর আগে ৬ সেপ্টেম্বর শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হয়। সংক্ষিপ্ত এ অধিবেশনের কার্যদিবস ছিল পাঁচটি। আর আইন পাস হয়েছে ছয়টি।

সাংবিধান অনুযায়ী এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।

অধিবেশন টপ নিউজ রাষ্ট্রপতি সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর