Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ইয়াবাসহ ৬ মাদক কারবারী আটক


২১ অক্টোবর ২০২০ ১৫:০৯

সিরাজগঞ্জ: মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে সিরাজগঞ্জে ৬ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এর সদস্যরা। আটককৃতরা হলেন- আকিবুল ইসলাম (২২), তানজিরুল (৪২) মোস্তফা (৪৫), মোছা: রহিমা বেগম (৩৫) জিয়াউর সরকার (৩৫) ও মোঃ সুজন সেখ (৩০)।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে (ডিবি ওসি) মো. মিজানুর রহমান এত থ্য নিশ্চিত করে জানান,  গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের পৌর এলাকার ভাঙ্গাবাড়ী মহল্লায় অভিযান চালিয়ে ৩১০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল ১টি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, রায়গঞ্জ উপজেলার কয়ড়া গ্রামে বুধবার ভোরে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর