Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে ইউপি উপনির্বাচন: একটিতে আ.লীগ, আরেকটিতে বিএনপি জয়ী


২১ অক্টোবর ২০২০ ১০:১০

মৌলভীবাজার: মৌলভীবাজরের শ্রীমঙ্গলের ভূনবীর ও মির্জাপুর ইউনয়নের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে ভূনবীর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুর রশিদ (নৌকা) এবং মির্জাপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মো. সুফি মিয়া (ধানেরশীষ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল নয়টা থেকে দুই ইউনিয়নের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত। দুই ইউনিয়নের দুটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকার পরও প্রশাসনের কঠোর নজরদারির কারণে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয় এ উপনির্বাচন।

বিজ্ঞাপন

এরপর শুরু হয় ভোট গণনা। ভোট গণনার পর বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয় দুই প্রার্থীকে। বিজয়ীরা হলেন- ভূনবীর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুর রশিদ। তিনি নৌকা প্রতীকে ৬ হাজার ৪৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. কাওছার আহমেদ (অটোরিক্সা) পেয়েছেন ৩ হাজার ১৫৪ ভোট। আর ১ নম্বর মির্জাপুর ইউনিয়নের ধানের শীষের প্রার্থী মো. সুফি মিয়া ৬ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী অপূর্ব চন্দ্র দেব নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪৬৬ ভোট।

উল্লেখ্য, সম্প্রতি ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান মো. চেরাগ আলী ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সুফিয়ান চৌধুরী মৃত্যুবরণ করায় পদগুলো শূন্য হয়। ফলে ইউনিয়ন দুটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হলো।

আওয়ামী লীগ ইউপি উপনির্বাচন জয়ী প্রার্থী বিএনপি শ্রীমঙ্গল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর