Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে মিছবাহুর রহমান বিজয়ী


২১ অক্টোবর ২০২০ ০৮:৪২

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান চশমা প্রতীকে ৭৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ রহিম (শহীদ) সিআইপি পেয়েছেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২০০ ভোট। মঙ্গলবার (২০ অক্টোবর) মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচন উনুষ্ঠিত হয়।

মিসবাহুর রহমান রাজনৈতিক জীবনে ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ এবং বর্তমানে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন সারাবাংলাকে জানান, অবাধ ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারিভাবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিছবাহুর রহমান চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মৃত্যুবরণ করেন। ফলে ওই পদ শূন্য ঘোষণা করা হয়।

উপনির্বাচন চেয়ারম্যান জেলা পরিষদ মৌলভীবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর