বার্ষিকের ভাগ্যে কী— জানা যাবে আজ
২১ অক্টোবর ২০২০ ০০:২৫ | আপডেট: ২১ অক্টোবর ২০২০ ১৩:২৪
ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকির কারণে একে একে বাতিল হয়েছে এ বছরের সব পাবলিক পরীক্ষা। সবশেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের ঘোষণার পর প্রশ্ন এসেছে— বার্ষিক পরীক্ষাও কি তবে বাতিল হতে যাচ্ছে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার দিন এ প্রশ্নের উত্তর মেলেনি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, আরও ক’দিন লাগবে এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে। মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেই দিনটি আজ বুধবার (২১ অক্টোবর)।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর এই সংবাদ সম্মেলন থেকেই বার্ষিক পরীক্ষার বিষয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়েছে, সেটি জানাবেন মন্ত্রী।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের সারাবাংলাকে বলেন, ‘বার্ষিক পরীক্ষা নিয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। সেটিই বুধবারের সংবাদ সম্মেলনে জানাবেন শিক্ষামন্ত্রী।’ তবে সেই সিদ্ধান্তটি কী— সে সম্পর্কে আগে থেকে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকেই দেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মাঝে কেবল শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়েছে কওমি মাদরাসাগুলো। তবে বাকি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং অচিরেই বিদ্যালয় খোলার কোনো সম্ভাবনা না থাকায় এরই মধ্যে এ বছরের প্রাথমিক সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং সবশেষে উচ্চ মাধ্যমিক, এইচএসসি ও সমমান পরীক্ষাও বাতিল ঘোষণা করা হয়েছে।
জনসংযোগ কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউই মন্তব্য করতে রাজি না হলেও একাধিক সূত্র বলছে, পাবলিক পরীক্ষাগুলোর মতোই পরিণতি বরণ করতে হবে বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষাকেও। অর্থাৎ বার্ষিক পরীক্ষাগুলোও একইভাবে বাতিল করা হতে পারে, যে ঘোষণাটিই বুধবার দেবেন শিক্ষামন্ত্রী। আর সেক্ষেত্রে শিক্ষার্থীরা অটো পাস, অর্থাৎ সবাই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি সূত্র বলছে, এ বছর বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে না। এর পরিবর্তে অন্যভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই ‘অন্যভাবে’ বিষয়টির ব্যাখ্যা অবশ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, এ বছরে স্কুলে একটি-দুটি সাময়িক পরীক্ষা হলেও সেগুলোর ফলের ওপর ভিত্তি করে একটি ফল তৈরি করা সম্ভব হতো। এখন হয়তো আগের শ্রেণির ফলসহ এ বছরের প্রথম তিন মাসের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পারফরম্যান্সের ওপর নির্ভর করে ফল তৈরি করতে হবে।
বিস্তারিত এবং চূড়ান্ত কিছু না জানা গেলেও সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য ইঙ্গিত দিচ্ছে— বার্ষিক পরীক্ষাটি বোধহয় আর দিতে হচ্ছে না কাউকেই।
ফাইল ছবি
অটো পাস টপ নিউজ বার্ষিক পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় সংবাদ সম্মেলন